বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাঈন আহমেদ সাবিককে ছুরিকাঘাত করা হয়। এতে সাবিকের হাত কেটে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব ছুরিকাঘাত করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে বিষয়টি ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই গোপন রেখেছেন।
সাবিক বলেন, কয়েকজন শিক্ষার্থী মারামারি করছিল। এ সময় আমি ঠেকাতে গেলে আমাকে আঘাত করা হয়। গাছের ডালে লেগে আমার হাত কেটে যায়, এর বেশি আর বলতে চাচ্ছি না বলে বিষয়টি গোপন করেন তিনি।
আকিব বলেন, ’আলোচনা সভা শেষে বাইরে দেখি হুলস্থুল অবস্থা । পরে রাসেল হলের ছেলেরা আমাকেও মারধর করে। ওই সময় আমার জামা-কাপড়ও ছিঁড়ে ফেলা হয়।’ এ সময় তিনি ছুরিকাঘাতের বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ’মারামারির ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’