× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের নির্দেশে অনশন ভেঙে স্থান ত্যাগ করলেন সাত কলেজের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:১৯ পিএম

পুলিশের নির্দেশে অনশন ভেঙে স্থান ত্যাগ করলেন শিক্ষার্থীরা।

পুলিশের নির্দেশে অনশন ভেঙে স্থান ত্যাগ করলেন শিক্ষার্থীরা।

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালনে বসেছিলেন রাজধানীর সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থানের পর পুলিশের নির্দেশে অনশন ভেঙে স্থান ত্যাগ করেছেন তারা।

রবিবার (২০ আগস্ট) বেলা ৩টার দিকে রাজধানীর প্রেস ক্লাবে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অন্যতম মুখপাত্র তসলিম চৌধুরী বলেন, ‘সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরণ অনশন কর্মসূচি শুরু করি। পরে পুলিশ সদস্যরা আমাদের স্থান ত্যাগ করতে বলে। পুলিশ সদস্যরা আমাদের জানান, তাদের যতটুকু করার ছিল, তারা তা করেছে। এখন সরে যেতে হবে। পুলিশের এমন নির্দেশনা পেয়ে কোনো রকম বাগবিতণ্ডা ছাড়াই আমরা স্থানত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি, ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ম্যামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একটি বৈঠক চলছে। আশা করি ইতিবাচক ফল আসবে। যদি ইতিবাচক কিছু না হয়, তবে ২২ আগস্ট আমাদের একটি কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ 

এর আগে অনশন কর্মসূচিতে বসে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছয় বছরেও আমাদের কলেজগুলোর বিষয়ে কোনো সমাধান আসেনি। বছরের পর বছর আমাদের ওপর মানসিক টর্চার চালাচ্ছে। প্রতিবছর আমাদের রাস্তায় এসে আন্দোলন করতে হয়। আমরা শিক্ষার্থীরা যাব কোথায়? আমাদের তো রাস্তায় থাকার কথা ছিল না, থাকার কথা ছিল পড়ার টেবিলে। আমাদের যৌক্তিক দাবি মানা হোক।’

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক; কারণ ৯ মাস পর তারা আমাদের রেজাল্ট দিয়েছে। এই ৯ মাসে আমরা পরবর্তী বছরের প্রস্তুতি নিয়েছি। এখন আগের বছরের পরীক্ষা কীভাবে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ওপর কোনো নিয়ম চাপিয়ে দিলেই তো হবে না, যে নিয়ম শিক্ষার্থীর পক্ষে না সে নিয়ম আমরা মানি না।’ 

সার্বিক বিষয়ে জানতে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা