× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

‘আমরা থাকি গণরুমে, ভিসি স্যার কী করেন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১০:০০ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১০:৫১ এএম

গণরুম বিলুপ্তি ও হলে সিট বরাদ্দের দাবি রবিবার রাত ৯টার দিকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন জাবির দুই হলের নারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

গণরুম বিলুপ্তি ও হলে সিট বরাদ্দের দাবি রবিবার রাত ৯টার দিকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন জাবির দুই হলের নারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

আবাসিক হলে ন্যায্য সিট বরাদ্দ ও গণরুম বিলুপ্তির দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা থাকি গণরুমে, ভিসি স্যার কী করেন’, ‘গণরুমের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দাবি মোদের একটাইনতুন হলে সিট চাই’ এমন নানা স্লোগান দেন।

রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেগম খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন। সেখান থেকে তারা উপাচার্য ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। তাদের আন্দোলনে সমর্থন জানাতে কর্মসূচিতে যোগ দেন প্রীতিলতা হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও। পরে শিক্ষকরা এসে কথা বলার পর তারা নিজ নিজ হলে ফিরে যান।

শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনা হল ও বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের গণরুম থেকে সরিয়ে নতুন হলগুলোয় আসন নিশ্চিত করতে হবে।

ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী মুহসিনা রহমান মীম বলেন, ‘নতুন হলে সিটের দাবিতে ২৩ জুলাই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। তখন উপাচার্য স্যার বলেছিলেন এ মাসের ২৮ তারিখ একটা সুরাহা করবেন। কিন্তু এখন পর্যন্ত আসন পাইনি।’

তিনি বলেন, ‘২৮ জুলাই আমাদের সঙ্গে কর্তৃপক্ষের কেউই কথা বলেনি। হল প্রাধ্যক্ষ হলে এসেছিলেন কি না তাও জানি না। উনি কখন আসেন আর কখন বের হন তা আমাদের নজরের বাইরে। আমাদের লিখিত না দিলে আজকে এখান থেকে সরব না।’

বিক্ষোভ চলাকালে রাত পৌনে ১১টার ‍দিকে ঘটনাস্থলে আসেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘২৭ জুলাই ইউজিসির সঙ্গে বৈঠক করেছি। কিন্তু এত দ্রুত নতুন হল চালানোর মতো লোকবল নিয়োগ করা সম্ভব না। তোমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতে চাইলে তার অফিসে যাবে। রাতে তার বাসভবনের সামনে আসা তো কোনো সিস্টেম হতে পারে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন, ‘তোমরা কিছু হলেই রাতের বেলা ভিসি স্যারের বাসার সামনে চলে আসো– এটা কেমন ট্র‍্যাডিশন? এটা কি ফ্যাশন হিসেবে নিয়েছো–  মন চাইল ভিসির বাসার সামনে চলে আসবে? অফিস চলাকালে তার সঙ্গে কথা বললেই তো পারতে।’

উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই গণরুম বিলুপ্ত করে নতুন হলে শিক্ষার্থীদের ওঠানোর দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা