× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ অলিম্পিয়াড বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম আঞ্চলিক পরীক্ষা শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২২:৪৩ পিএম

পরিবেশ অলিম্পিয়াড বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম আঞ্চলিক পরীক্ষা শেষ

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হওয়া পরিবেশ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩’ শীর্ষক পরিবেশ অলিম্পিয়াডটি আয়োজন করে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুইলগো সফটওয়্যারের মাধ্যমে প্রতিযোগীদের অনলাইনে লাইভ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় এই আঞ্চলিক পর্যায়ের পরীক্ষা।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত ৬ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। শুক্রবার রেজিস্ট্রেশন করা ৫৬৬ প্রতিযোগীর ই-মেইলে পরীক্ষার লিংক পাঠানো হয়। এতে আন্তর্জাতিক পরিবেশ দিবস, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের পরিবেশ সংশ্লিষ্ট ইস্যুসমূহ, এসডিজি, গ্লোবাল ওয়ার্মিংসহ পরিবেশ বিষয়ক নানা ইস্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয়। শিগগিরই পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে।

আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে আগামী ২৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেদিনই বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে।

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পরিবেশ অলিম্পিয়াড। এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, কনজারভেশন মিডিয়া বেঙ্গল ডিসকাভার ও দ্য ডেইলি অবজারভার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা