× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে চলছে সপ্তাহব্যাপী আঞ্চলিক শিল্পকর্ম প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ০৯:১৪ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১১:৫১ এএম

ঢাবিতে চলছে সপ্তাহব্যাপী আঞ্চলিক শিল্পকর্ম প্রদর্শনী

‘ঐতিহ্যের পরশে আগামী’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। সোমবার (১৭ জুলাই) অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়ে। প্রদর্শনীটির আয়োজন করেছে আর্ট বাংলা ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে খুঁজে বের করে আনা শিল্পকর্ম এখানে ঠাঁই পেয়েছে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতির আন্দোলন থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু। আগামী বছরও আমাদের এ আয়োজন হবে। আগামীতে আরও বড় পরিসরে, আরও প্রত্যাশিতভাবে আয়োজন করতে পারব।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস।

অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘বাঙালি সংস্কৃতি যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের টিকে থাকতে আর কিছুই লাগবে না। আজকে শিশুদের নিয়ে যে আয়োজন হয়েছে তা যদি না করা হয় তাহলে কিছুদিন পর এই শিশুরা ওয়াজ মাহফিলে গিয়ে সংস্কৃতি ভুলে যাবে, অন্ধ হয়ে যাবে তারা। তারা ওয়াজ মাহফিল থেকে এসে ছবি আঁকা হারাম বলে স্লোগান দেবে।’

উল্লেখ্য, আর্ট বাংলা ফাউন্ডেশন শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উৎসর্গ করে গত বছর ২২ থেকে ২৫ ডিসেম্বর ময়মনসিংহে ‘ঐতিহ্যের পরশে শিল্পিত আগামী’ শীর্ষক চতুর্থ বাংলা চারুকলা উৎসব আয়োজন করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা