× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন

বিপ্লবের ডাক দিলেই বিপ্লব হয় না : নীতিশ চন্দ্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২৩:৫০ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ০০:০৮ এএম

কমিটির সভাপতি  রফিকুল ইসলাম রফিক (বায়ে) ও সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার। প্রবা ফটো

কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক (বায়ে) ও সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার। প্রবা ফটো

বিপ্লবের ডাক দিলেই বিপ্লব হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, ছাত্র ও যুবসমাজের ব্যাপক অংশগ্রহণ ছাড়া বিপ্লব সম্ভব নয়। মোক্ষম সময়ে সঠিক বিপ্লবী আওয়াজ তুলতে হবে।

শুক্রবার (১৪ জুন) বিকাল ৪টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাথা ছাত্র ইউনিয়নের সংসদের ৩১তম সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. শহীদুল আলম এবং ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের প্রায় অর্ধ-শতাধিক কর্মী। সম্মেলনে বাকৃবি সংসদের ছাত্র ইউনিয়নের নতুন কমিটি দেওয়া হয়। 

নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, আমরা সংখ্যায় অল্প। কিন্তু এর জন্য আমি ভীত নই। আমরা ছাত্র সমাজকে কতটুকু প্রভাবিত করতে পারি এটিই দেখার বিষয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংসদের নতুন কমিটি : সম্মেলনে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের ২০২৩ এর নতুন কমিটি দেওয়া হয়েছে। নতুন কমিটির নাম ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি আবিব আহমেদ লিমন। 

নতুন কমিটির সভাপতি কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী তারেক আবদুল্লাহ বিন আনোয়ার।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, মো. সাইফুর রহমান আশিক, সহ-সাধারণ সম্পাদক রাইসুল আসাদ প্রিন্স, প্রণব ঘোষ, সাংগঠনিক সম্পাদক সৈকত বিশ্বাস, কোষাধ্যক্ষ আবতাহী আন নাফী, দপ্তর সম্পাদক বি. এম. আজিজুল হাকিম, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক শান্ত বর্মন।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আবীর আহমেদ লিমন, মো মনিরুজ্জামান, মো রাসেল আল মামুন, ইসতিয়াক আহমেদ নিলয়, মেহেদী হাসান মিয়াদ, তানজিমুল ইসলাম পরশ, ফারহানা জান্নাত ইমু, নাসরিন সুলতানা, নবনীতা অধিকারী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা