× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেটের শুরুতেই হট্টগোল, এক সদস্যকে ‌‌‌‘বেয়াদব’ বললেন আরেক সদস্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৭:২১ পিএম

সিনেট অধিবেশন শুরুর পর বিএনপিপন্থী সিনেটররা ১০মিনিটের ওয়াকআউট ঘোষণা করলে হট্টগোল শুরু হয়। প্রবা ফটো

সিনেট অধিবেশন শুরুর পর বিএনপিপন্থী সিনেটররা ১০মিনিটের ওয়াকআউট ঘোষণা করলে হট্টগোল শুরু হয়। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪০তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণের পর নির্বাচনের দাবিতে বিএনপিপন্থী সিনেটররা ১০ মিনিটের ওয়াক আউট ঘোষণা করলে হট্টগোল শুরু হয়। এ সময় ‌‘বেয়াদব’ বলা হয় এক সিনেটরকে।

শনিবার (২৪ জুন) বিকাল ৪টার দিকে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিএনপিপন্থি সিনেটর অধ্যাপক শামসুল আলম সেলিম ওয়াক আউট ঘোষণা করলে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি মোতাহার হোসেন মোল্লা তাকে বেয়াদব বললে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এ সময় তিনি মেজাজ হারিয়ে মারতে তেড়ে যান সেলিমের দিকে।

পরে উপাচার্যের অনুরোধে মোহাতার হোসেন মোল্লাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে পরিবেশ স্বাভাবিক হয়।

সিনেট সদস্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘এই প্রশাসনকে বারবার বলার পরও বিভিন্ন প্রশাসনিক পর্ষদে নির্বাচন দেয়নি। এই যৌক্তিক কথা বলার জন্য এভাবে অপমানিত হতে হয়। ওই সিনেট সদস্যের বলা বেয়াদব শব্দটি সিনেট থেকে এক্সপাঞ্জ করতে হবে।’

১০ মিনিটের ওয়াক  আউটের সময় সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম দুটি আলোচ্যসূচি সিনেট থেকে পাস করিয়ে নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা