× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে গাছ লাগাতে দিলেন শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২২:৩৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে গাছ লাগিয়েছেন। প্রবা ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে গাছ লাগিয়েছেন। প্রবা ফটো

গরমের তীব্রতা এতই বেশি যে, তা অসহ্যকর! ভ্যাপসা গরমে সবার প্রাণ ওষ্ঠাগত। আবার বর্ষাতেও আগের মতো বৃষ্টির দেখা মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, এ সবই গাছপালা কমে যাওয়ার প্রভাব। নির্বিচারে গাছ কাটার কারণে একদিকে প্রকৃতিতে ক্রমশ বৃষ্টি কমছে, অন্যদিকে উষ্ণতর হচ্ছে ভূপৃষ্ঠ। পৃথিবীকে বসবাসের উপযোগী করে রাখতে গবেষক ও পরিবেশবিদরা নিয়মিত বৃক্ষরোপণ ও সংরক্ষণের তাগিদ দিয়ে আসছেন। তবে সেটি নিয়ে উদ্যোগ তেমন নেই বললেই চলে।

সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো.তারিফুল ইসলাম। একটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। 

বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান’ কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের ৩০টি গাছ লাগাতে বলেছেন তিনি। অ্যাসাইমেন্টের নম্বর দেওয়া হবে গাছ লাগানোর ওপর ভিত্তি করে।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ভেষজ, ফলদ ও বনজ গাছ লাগান শিক্ষার্থীরা। শিক্ষার্থী আতিয়া শারমিলা আঁখি বলেন ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে যে হারে বৃক্ষ নিধন করা হচ্ছে, সেই অনুপাতে বৃক্ষরোপণ করা হচ্ছে না। স্যার আমাদের একটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগাতে দিয়েছেন। পরিবেশ রক্ষার এই কার্যক্রমটি করতে পেরে আমরা আনন্দিত।’

শিক্ষক তারিফুল ইসলাম বলেন ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের বৃক্ষরোপণ করতে হবে।’

গাছ লাগানোর অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গাছ লাগানো মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি যত্নশীল, বৃক্ষরোপণ ও সংরক্ষণে উদ্বুদ্ধ হবে। আশা করি, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে পরিবেশের বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা