× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারিদ্র্য দূরীকরণে বিশ্বসেরা পাঁচে ব্র্যাক ইউনিভার্সিটি : টিএইচই র‍্যাঙ্কিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৯:৪১ পিএম

দারিদ্র্য দূরীকরণে বিশ্বসেরা পাঁচে ব্র্যাক ইউনিভার্সিটি : টিএইচই র‍্যাঙ্কিং

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দারিদ্র্য দূরীকরণে বিশ্বের সেরা পঞ্চম বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং-২০২৩-এর ‘এসডিজি-১ : নো পোভার্টি’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টির এ অবস্থানের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) প্রকাশিত ২০২৩ সালের টিএইচই ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং অনুযায়ী, এবার ১২২টি দেশের ১ হাজার ৫৯১টি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নির্ণয় করেছে টিএইচই। এতে ‘এসডিজি-১ : নো পোভার্টি’ ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটির স্কোর ৮৬ দশমিক ৫। এই স্কোর নিয়ে ১ হাজার ৫৯১টি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এটিকে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি, গবেষণা এবং কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে নিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখছে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

দারিদ্র্য দূরীকরণ ছাড়াও এসডিজির অন্যান্য ক্যাটাগরিতে সাফল্য প্রদর্শন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এর মধ্যে ‘এসডিজি-৪ : গুণগত শিক্ষা’, ‘এসডিজি-৮ : শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘এসজিডি-১৬ : শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে বিশ্বসেরা ২০১-৩০০তম অবস্থানের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়াও ‘এসডিজি-৫ : জেন্ডার সমতা’ এবং ‘এসডিজি ১০ : অসমতা হ্রাস’ ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান ৪০১-৬০০-এর মধ্যে।

সাফল্য নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির উপউপাচার্য (ভারপ্রপ্ত উপাচার্য) অধ্যাপক মাহফুজুল আজিজ বলেন, ‘এই র‍্যাঙ্কিং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির দৃঢ় প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করছে। আগামী নেতৃত্ব তৈরি, উদ্ভাবনী গবেষণা পরিচালনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ব্র্যাক ইউনিভার্সিটি সর্বদাই অঙ্গীকারবদ্ধ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা