× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১০:৪৬ এএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১১:০৬ এএম

মধ্যরাতের এ তল্লাশিতে বেশকিছু স্ট্যাম্প, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

মধ্যরাতের এ তল্লাশিতে বেশকিছু স্ট্যাম্প, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মধ্যরাতের এ তল্লাশিতে বেশকিছু স্ট্যাম্প, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের জেরে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত দুটি হলে এ তল্লাশি চলে। এ সময় প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও পুলিশ উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. নুরুল আজিম শিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাত ১১টা থেকে ১টা পর্যন্ত আমরা দুটি হলে তল্লাশি চালিয়েছি। কিছু লাঠি, রড, স্ট্যাম্প, ধারালো অস্ত্র উদ্ধার করেছি।’

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোটেলে খাবার খেতে গিয়ে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিএফসি ও সিক্সটিনাইনের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এর জেরে পরদিন বৃহস্পতিবারও সংঘর্ষে জড়ায় এ গ্রুপ দুটি। দুই দিনের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ২২ জনের মতো আহত হন।

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা