× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুই গ্রুপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৪:৪৮ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৫:১৪ পিএম

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সামনেই ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। প্রবা ফটো

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সামনেই ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। প্রবা ফটো

রাতের সংঘর্ষের রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। বৃহস্পতিবার (১ জুন) দুপুর দেড়টার দিকে আধিপত্য বিস্তার ও গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে এই দুই গ্রুপ।

খবর পেয়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাহ আমানত হলের রমজান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে প্রক্টরিয়াল বডি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান করছিলেন শাহজালাল হলের সামনে। এ সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

চবি সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রমজানকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হোটেলে খাবার খেতে গিয়ে সিএফসি ও সিক্সটিনাইনের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চলে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা