× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে ‘অপরিকল্পিত’ উন্নয়ন বন্ধ ও মাস্টারপ্ল্যানের দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২২:০৯ পিএম

গাছ কেটে অপরিকল্পিত উন্নয়ন বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ ।  প্রবা ফটো

গাছ কেটে অপরিকল্পিত উন্নয়ন বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ । প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছ কেটে অপরিকল্পিত উন্নয়ন বন্ধের অভিযোগ তুলে ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘সবুজ ক্যাম্পাস ধ্বংস করে উন্নয়ন চাই না’, ‘অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করো করতে হবে’, ‘বনভূমি উজাড় করে, আইবিএ ভবন চাই না’, ‘মাস্টারপ্ল্যান দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে তামিম স্রোতের সঞ্চালনায় সামবেশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘জাবির মূল পরিচয় বনভূমি ও জীববৈচিত্র্য। মাস্টারপ্ল্যান ছাড়া একের পর এক ভবন নির্মাণ করে এই জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভবনের জন্য এবার সুন্দরবন নামে জায়গাটি নির্ধারণ করা হয়েছে। অথচ এত বড় বনভূমি ধ্বংস হলে এখানে বসবাস করা পশু-পাখি কোথায় যাবে তার কোন পর্যালোচনা হয়নি। আলোচনা করা হয়নি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে।’

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন,‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মাস্টারপ্ল্যান ছাড়া একটি বিল্ডিং। প্রশাসন এখন বলছে, এই বিল্ডিংয়ে হবে না, নতুন প্রশাসনিক ভবন তৈরি করতে হবে। মাস্টারপ্ল্যান ছাড়া স্থাপনা করলে এরকম স্বেচ্ছাচারিতাই করবে প্রশাসন। আইবিএ বিল্ডিংয়ের জন্য একবার গাছ কাটা হলো, এখন আবার গাছ কাটার পাঁয়তারা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে মাস্টারপ্ল্যান ছাড়া আর কোনো গাছ কাটা যাবে না। একই বিভাগের বিল্ডিং করার জন্য বার বার গাছ কেটে মরুকরণ করা হচ্ছে, এভাবে চলতে দেওয়া যাবে না।’

সমাপনী বক্তব্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘যে শিক্ষকদের কাছ থেকে আমাদের মাস্টারপ্ল্যান সম্পর্কে জানার কথা, আজ তাদেরই মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তা বুঝাতে এখানে দাঁড়াতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাডেমিক ভবন দরকার। তবে প্রশাসন রাতের অন্ধকারে ভিত্তিপ্রস্তর বানিয়ে চুপিচুপি আইবিএ ভবন উদ্বোধনের পাঁয়তারা করেছে। কারণ তারা জানে এই হঠকারী সিদ্ধান্তের বিরোধিতা শিক্ষার্থীরা করবেই।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন বলে খ্যাত এলাকায় নতুন করে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভবন নির্মাণ করতে পাঁচ শতাধিক গাছ কাটতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা