× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, ৮৬ শতাংশই অকৃতকার্য

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ১৮:২৮ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২২ ২৩:৩৭ পিএম

ঢাবি লগো। ফাইল ছবি

ঢাবি লগো। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ১৪ দশমিক ৩০ শতাংশ পরীক্ষার্থী। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশই অকৃতকার্য হয়েছেন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

উপাচার্য জানান, এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৯৯৭ শিক্ষার্থী অংশ নেন। তাদেরদ মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশই অকৃতকার্য হয়েছেন। ‘গ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯৩০টি।

এই ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান। তিনি ১২০ নম্বরের মধ্যে ১১৬ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন। ১১০ নম্বর পেয়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনিমা পারভেজ ইলমা দ্বিতীয় এবং ১০৭ দশমিক ৭৫ পেয়ে সরকারি রাজেন্দ্র কলেজের মোহাম্মদ আবদুল্লাহ খান মেধাতালিকায় তৃতীয় হয়েছেন।

এর আগে গত ২৭ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এই ইউনিটে পাসের হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। অকৃতকার্য হন ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার (৪ জুলাই) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা