× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির তিন শিক্ষার্থী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ০৯:৪২ এএম

আপডেট : ০২ মে ২০২৩ ১০:৫৮ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী।

সোমবার (১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন-- কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং এগ্রিকালচারের বেলায়েত হোসাইন।

শিক্ষক ও সহপাঠীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দিচ্ছে ইউজিসি। শিক্ষা গবেষণায় এগিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করছি। আমার শিক্ষকদের কাঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছি। আশা করছি, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

২০০৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু করে ইউজিসি। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। মেধার স্বীকৃতিস্বরূপ নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তারা এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা