× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ জন্য সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

রবিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা বলেন।

পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ প্রসঙ্গে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘গতবার যে কয়েকটি স্থানে ভুল হয়েছে, তাদের সেই ভুলের কড়া মাশুল দিতে হয়েছে। অতএব আশা করি, পরীক্ষা কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকবেন যেন কোনোভাবে ভুল না হয়, সেদিকে খুবই সচেতন থাকবেন।’

নতুন কারিকুলামের সংশোধনী দেওয়া হয়েছে চার মাস পর। দেরিতে সংশোধনী দেওয়ার কারণে শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে কি না-- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, একবারে দেরি হয়নি। সংশোধনী কিন্তু বইজুড়ে এমনটা নয়। কোনো কোনো বিশেষ বিশেষ বিষয়ে ছিল, আমরা সেই বিষয়গুলোকে বলেছি একটু পরে পড়াতে। আর অন্যগুলো কিন্তু পড়ানো চলছিলই। এবার যেহেতু পড়ার ধরন একটু ভিন্ন, কাজেই কোনো অসুবিধা হবে না।’

আগামী বছর পুনর্বিন্যাসে পরীক্ষা হবে কি না জানতে চাইলে সাংবাদিকদের দীপু মনি বলেন, ‘এ বিষয় নিয়ে আমরা শিগগিরই বসব। কারণ আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা পূর্ণ প্রস্তুতির সময় পেয়েছে কি না এবং আমরা যেহেতু সময়টা আরও এগিয়ে আনার চেষ্টা করব, সে জন্য নানা বিষয় আছে। সারা দেশের শিক্ষকদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আমাদের নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিলাম, সেটা তো ঠিক হবে না।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত বছর পরীক্ষাটা আরও এগিয়ে আনা যেত। কিন্তু বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়। এবার গত বছরের থেকে অনেক এগিয়ে আনা হয়েছে। আগামী বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি।’

বোর্ড থেকে আগে পাঠালেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার আগের দিন শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়-- এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থীর বেতন কিছুটা বকেয়া থাকে। প্রতিষ্ঠানগুলো অ্যাডমিট কার্ডকে বেতন উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে; যেটা একেবারেই ঠিক নয়। এটার জন্য তো জিম্মি করা কোনোভাবে ঠিক নয়। তবে খবর পেলে আমরা ব্যবস্থা নেব।’

এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন দীপু মনি। বলেন, ‘পরীক্ষার্থীও যদি শেষদিন পর্যন্ত অ্যাডমিট কার্ডের অপেক্ষা করে-- তাহলে সেটা ঠিক নয়। অ্যাডমিট কার্ড না পেলে ৫-৭ দিন আগে অভিভাবকদের বোর্ডের সঙ্গে একটু যোগাযোগ করা উচিত। তাদের সচেতন হওয়া উচিত। অভিভাবকরা যদি জানান প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা আছে, তাহলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব।’

এবার আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা হবে কি না-- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আশা করছি আগস্টের মাঝামাঝি পরীক্ষা হবে। তবে এখনও পরীক্ষার দিন ঠিক হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা