× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি শিক্ষকের বিরুদ্ধে মানোন্নয়ন পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ

বিশ্ববদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ২২:১৮ পিএম

কুবি শিক্ষকের বিরুদ্ধে মানোন্নয়ন পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানোন্নয়ন পরীক্ষার তিনটি উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষকের নাম সাদিয়া জাহান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। 

জানা গেছে,  গত বছর  নভেম্বর মাসে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে উক্ত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী 'ফার্ম-২২০২ : ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি-২’ নামক একটি কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দেন। সেই পরীক্ষার খাতা পরীক্ষা কমিটির সদস্যরা কোর্স শিক্ষককে বুঝিয়ে দেন। কিন্তু পরবর্তীতে ফলাফল তৈরি করতে গিয়ে  খাতাগুলো খুঁজে না পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর বিষয়টি জানান তিনি। 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাদিয়া জাহান বলেন, 'আসলে খাতাটা পাওয়া যাচ্ছে না। যথাযথ নিয়মে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হচ্ছে। এর বাইরে আমি কিছু বলতে পারব না।'

পরবর্তীতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম রায়হান উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক। এ ছাড়া সদস্য সচিব হিসেবে আছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। 

তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'উনি এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটা চিঠি দিয়েছে। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের এই বিষয়ে একটা মিটিং হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলা হলে ৮ থেকে ৯ তারিখে, আরেকটা মিটিং হবে। শিক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে সেটা জানা যাবে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর।'

তদন্ত কমিটির আহ্বায়ক ড. একেএম রায়হান উদ্দিন বলেন, 'আমরা এই বিষয়ে একটা মিটিং করেছি, বিশ্ববিদ্যালয় খুললে আরেকটা মিটিং করব। আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলব এই বিষয়ে। দ্রুতই তদন্ত রিপোর্ট জমা দিতে পারব আমরা।'

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'আমি এই বিষয়ে অবগত আছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই কমিটির রিপোর্ট অনুসারে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।' 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়জুড়ে কথা উঠেছে উত্তরপত্র হারানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাদিয়া জাহান বর্তমান উপাচার্যপন্থি হওয়ার ফলে অন্যান্য শিক্ষকের তুলনায় দ্রুত সময়ে বিদেশ যাওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। 

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন,  'এই অনাপত্তিপত্র দিয়ে তিনি ভিসার আবেদন করতে পারবেন, শিক্ষা ছুটির জন্য না। আমাদের আপাতত শিক্ষক সংকট আছে। তাই তাকে শিক্ষা ছুটি দেওয়া হয়নি।' 

এই ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাদিয়া জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আসলে আমি শিক্ষা ছুটি পাইনি। প্রসেসিং করার জন্য অনুমোদন দিয়েছে। ছুটি আমাকে পরে দেবে নিয়ম অনুসারে।'

তা ছাড়া উপাচার্যপন্থি হওয়ায় এই সুযোগ পেয়েছেন কি না এমন প্রশ্নে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'আমার কাছে উপাচার্যপন্থি বলে কোনো কথা নেই। যারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে, যারা ভালো গবেষণা করবে এবং যে ভিশন সেট করেছি বিশ্ববিদ্যালয়কে লিডিং পর্যায়ে নিয়ে যাওয়া, সেটার জন্য যারা কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যারা কাজ করছে, আমি তাদের পন্থি। আবার যারা ক্লাস করবে না ঠিকমতো, যারা নাম্বার টেম্পারিং করবে, আমি তাদের পন্থি না।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা