× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ তলা থেকে লাফিয়ে পড়া শেকৃবির সেই ছাত্রী মারা গেছেন

শেকৃবি প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১২:৫৬ পিএম

শেখ হাসিনা হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়েন মারিয়া রহমান।

শেখ হাসিনা হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়েন মারিয়া রহমান।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে আহত ছাত্রী মারিয়া রহমান মারা গেছেন। ঘটনার আট দিন পর বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. ফরহাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমরা জেনেছি, মারিয়া মারা গেছেন। তার পরিবার চাইলে থানার আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ক্যাম্পাসে আনা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের কৃষি শিক্ষার্থী মারিয়া রহমান কৃষকরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে। গত ২৪ মার্চ সকাল ৯টার সময় এই হলের ১০ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সেদিন প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেছিলেন, ‘হঠাৎ শব্দ শুনে গার্ডরুম থেকে বাইরে এসে দেখি এক ছাত্রী নিচে পড়ে আছে। লাফ দেওয়ার সময় কাঁঠালগাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।’

ঘটনার পর জানা যায়, মারিয়া রহমান অসুস্থতার কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নিয়মিত অংশ নিতে পারেননি। যে কারণে তাকে পরবর্তী ব্যাচের সঙ্গে ক্লাস করতে হচ্ছিল। এপ্রিল মাসে লেভেল ৩, সেমিস্টার ২-এর ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

সেদিন নাম প্রকাশে অনিচ্ছুক মারিয়ার এক সহপাঠী বলেন, ‘সে হতাশায় ভুগছিল। কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। ওর বেশ কয়েকটি সিটি পরীক্ষা ডিউ (বাকি) ছিল। শুনেছি অনেক স্যাররা ডিউ পরীক্ষাগুলো নেবেন না বলেছেন। এ ছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। পরবর্তী সময়ে স্যারদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা নাকি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এবং পরবর্তী শিক্ষাবর্ষে আবার ভর্তি হতে বলেছেন।’

আরেক সহপাঠী বলেন, ‘গতকাল (২৩ মার্চ) ও (মারিয়া রহমান) আমাকে ওর শিট ফটোকপি করার জন্য নিষেধ করেছিল। ডিটেইলস তো আমি কিছু জানতাম না, তবে ওকে চিন্তিত মনে হচ্ছিল।’

ক্লাসে উপস্থিতির হার কম, ক্লাস-পরীক্ষা ও পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা সহপাঠীদের।

মারিয়া রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দুলাভাই আশরাফ আলীও বললেন আত্মহত্যাচেষ্টায় তার শ্যালিকার মানসিক হতাশার কথা। বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পরীক্ষা দিতে না পারায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এই কারণে সে আবাসিক হলের দশ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা