× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষায় ‘হামবোল্ট রিসার্চ ফেলোশিপ’

আসমাউল হুসনা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৭ পিএম

ছবি : হামবোল্ট ফাউন্ডেশন

ছবি : হামবোল্ট ফাউন্ডেশন

উচ্চ ডিগ্রি অর্জনে বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য জার্মানি। তার অন্যতম একটি কারণ বিনামূল্যে শিক্ষাব্যবস্থা। জার্মানির মোট ১৬টি স্টেটের মধ্যে বাদেন-ইয়ুর্তেমবার্গ বাদে বাকি ১৫টি স্টেটেই উচ্চশিক্ষার জন্য কোনো টিউশন ফি নেই। পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় কেবল আপনার কাছ থেকে প্রতি ছয় মাসে একবার সেমিস্টার ফি নেবে এবং এই ফি-ও বিশ্ববিদ্যালয়ভেদে সাধারণত ২৮০ থেকে ৩৫০ ইউরোর (২৪ থেকে ৩৪ হাজার টাকা) মধ্যে সীমাবদ্ধ থাকে। এ ছাড়া সহজ ভিসা সুবিধা, বৃত্তি, ফেলোশিপ, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন চাকরি, ভ্রমণসুবিধার জন্য অনেকের পছন্দের শীর্ষস্থান জার্মানি।

প্রতিবছরের মতো এবারও ‘আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন’ দিচ্ছে ‘হামবোল্ট রিসার্চ ফেলোশিপ’। এই আয়োজনের মাধ্যমে পুরো বিশ্ব থেকে যোগ্যতাসম্পন্ন  গবেষকদের খরচ বহন করা হবে। শুধু তাই নয়, গবেষকগণ বিভিন্ন স্পন্সরশিপ পোর্টফোলিও থেকে পাবেন পৃথক পৃথক আর্থিক সহায়তা।

আবেদন করতে যা যা লাগবে

  • সিভি (সর্বোচ্চ ২ পৃষ্ঠা)
  • গবেষণার রূপরেখা (সর্বোচ্চ ৫ পৃষ্ঠা) 
  • আপনার প্রকাশনার তালিকা
  • নির্বাচিত মূল প্রকাশনার তালিকা 

আবেদনকারীর যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই অন্য দেশের নাগরিক হতে হবে। ৬-১৮ মাসের বেশি জার্মানিতে বসবাসকারী কেউ আবেদন করতে পারবে না।
  • আবেদন করার সময় থেকে ৪ বছর আগ পর্যন্ত ডক্টরেট ডিগ্রি থাকলে অথবা আবেদনের ৬ মাসের মধ্যে ডিগ্রি পাওয়ার সম্ভাবনা থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আপনার লেখা একাডেমিক জার্নাল থাকতে হবে।
  • ১২ বছরের মধ্যে ডক্টরেট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন রিসার্চার হিসেবে। এক্ষেত্রে পাবলিকেশন রেকর্ড থাকতে হবে।
  • জার্মানি বা ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা

  • পোস্ট ডক্টরাল গবেষকগণ জার্মানিতে গবেষণায় পাবেন সহযোগিতা। 
  • মাসিক ফেলোশিপ পাবেন ২৬৭০ ইউরো। ফেলোশিপ ৬-২৪ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
  • হামবোল্ট রিচার্স ফেলোশিপ আপনাকে দিচ্ছে আপনার ক্যারিয়ার শুরু জার্মানিতে গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডকের সুবিধা।

‘হামবোল্ট রিসার্চ ফেলোশিপ’ -এ আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২২। যেহেতু অনেকেই এই আয়োজনে আবেদন করবেন, তাই আগ্রহীরা শেষ সময়ের পূর্বেই খুব দ্রুত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করে ফেলুন। আবেদনগুলো সাধারণত ৪-৮ মাসের মধ্যে প্রক্রিয়া করা হয়। আবেদন সফল হলে ২-১২ মাসের মধ্যেই ফেলোশিপ শুরু করতে পারবেন।আর আবেদন ব্যর্থ হলে তাদের সিদ্ধান্তের কারণগুলো আপনাকে মেইল করবে। সিদ্ধান্তের ৫ সপ্তাহ পর আপনি এবং আপনার হোস্ট সিদ্ধান্তের ফলাফলসহ একটি চিঠি পাবেন।

বিস্তারিত জানতে

www.humboldt-foundation.de/en/apply/sponsorship-programmes/

 প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা