× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সম্মেলন শুরু করল ছাত্র ইউনিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৮:২০ পিএম

বৃহস্পতিবার ৪১তম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। প্রবা ফটো

বৃহস্পতিবার ৪১তম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। প্রবা ফটো

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এমএম আকাশ ও ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দুই অংশের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম, ডাকসুর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি সাজ্জাদ জহির চন্দন, লুনা নুর, মানবেন্দ্র দেব, লাকী আক্তারসহ অন্যান্য সংগঠনের নেতারা।

উদ্বোধকের বক্তব্যে ড. এমএম আকাশ বলেন, ‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পার্লামেন্ট সর্বত্র লুটেরা ফ্যাসিস্ট শক্তি তার স্বৈরাচারী শাসন কায়েম করে রেখেছে। ছাত্র ইউনিয়নের ঐক্যবদ্ধ শক্তি দেশের জনগণকে শক্তি ও অনুপ্রেরণা জোগাবে। ছাত্র ইউনিয়ন আগামী দিনে ছাত্র জনতার ঐক্য গড়ে গণ-অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবে।’

সভাপতির বক্তব্যে মো. ফয়েজউল্লাহ বলেন, ‘ছাত্র ইউনিয়নকে নানান সময়ে তার ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বাইরে পরিচালনার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু তারা কখনও সফল হয়নি। আগামী দিনেও এমন প্রচেষ্টা করে কেউ সফল হবে না। শহীদের রক্তের শপথ নিয়ে আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাট, ধর্ষণ, শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন তার লড়াই জারি রাখবে। ছাত্র ইউনিয়ন তার নীতি, আদর্শের সঙ্গে কোনো আপস করবে না। ছাত্র ইউনিয়ন সকল প্রগতিশীল শক্তিকে একতাবদ্ধ করে স্বৈরাচারকে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ করবে।’

সম্মেলনের উদ্বোধন ঘোষণা হলেও কাউন্সিল পরিচালনার জন্য হলরুম না পাওয়ায় কাউন্সিল অধিবেশন স্থগিত করেছে সংগঠনটি। কাউন্সিলের নতুন তারিখ পরবর্তীতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা