× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ক্ষোভে’ জাবির সুফিয়া কামাল হল প্রভোস্টের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১০:৪৮ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৪:৩৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ফটক। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ফটক। প্রবা ফটো

‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনাসহ হলের বিভিন্ন সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ ছাড়লেন অধ্যাপক মো. মোতাহার হোসেন। এ পদে দায়িত্ব পেয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক কেএম আককাছ আলী।

সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সই করা অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় : বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনস্ট্রেশনের অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক কেএম আককাছ আলীকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

জানতে চাইলে অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন বলেন, ‘সম্প্রতি হলে চুরির ঘটনায় আমি মর্মাহত হয়েছি। এ ছাড়া ২০১৯ সালে হলের সীমানাপ্রাচীরের উচ্চতা বাড়াতে আবেদন করেছিলাম। ২০২১ সালে হ্যালোজেন লাইটের জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন কোনোটাই বাস্তবায়ন করেনি। ফলে হলে চুরিসহ বহিরাগাত প্রবেশ করে ছাত্রী হেনস্থার মতো ঘটনা ঘটেছে। এসব কারণে আমি পদত্যাগ করেছি। এর বাইরের কারণ আমার পদত্যাগপত্রে উল্লেখ আছে।’

তিনি বলেন, ‘চুরির ঘটনা ঘটেছে তিনটি হলে। অথচ আন্দোলন হয়েছে শুধু আমার হলে। আমার সন্দেহ, এর পেছনে নিশ্চয় কারও হাত আছে।’

নতুন নিয়োগ পাওয়া প্রভোস্ট অধ্যাপক কেএম আককাছ আলী বলেন, ‘চিঠি পেয়েছি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা