× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা : শিক্ষকের পক্ষে সহকর্মী-শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৫:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রবা ফটো

ক্লাসে শিক্ষক অপমান করেছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা করা ও শিক্ষককে হুমকি দেওয়াকে ‘আত্মহত্যার সাজানো ঘটনা ও শিক্ষকের প্রতি অপবাদ’ উল্লেখ করে মানববন্ধন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

রবিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ওই বিভাগের শিক্ষক সামিয়া জামান বলেন, ‘আমরা যারা এখানে দাঁড়িয়েছি কেউ ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াইনি। আমরা একজন যৌন নিপীড়কের (এহসান ধ্রুব) অপবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। যৌন নিপীড়ন করে যদি সে রাজনৈতিক পরিচয়ের জোরে মনে করে বেঁচে যাবে, এটা তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।’

একই বিভাগের ৭২তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি মোস্তাফা আল হোসাইন আকিল বলেন, ‘আমি নিজেও একজন ছাত্রলীগ কর্মী। তানজীম স্যার ওইদিন ছাত্রলীগ নিয়ে ক্লাসে কিছু বলেনি। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেদিন স্যার তার কাছে প্রমাণ চেয়েছিল। কিন্তু সে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় স্যার তাকে শিক্ষকসুলভ শাসন করেন। আমরা মনে করি একজন শিক্ষকের এ রকম শাসন অস্বাভাবিক নয়।’

আকিল আরও বলেন, ‘সে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে ক্ষমতাসীন ছাত্র-সংগঠনের নাম ব্যবহার করেছে। বিগত কয়েক বছর একসঙ্গে ক্লাস করার অভিজ্ঞতা থেকে বলতে চাই, ধ্রুব আত্মহত্যার যে চেষ্টা করেছে এবং তানজীম স্যারকে দোষারোপ করেছে, তা সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। তানজীম স্যারের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র করা হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা মেনে নেবে না।’

এর আগে শনিবার সংশ্লিষ্ট (আইআর-৭২) ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খানের বিরুদ্ধে ‘অপমানের’ অভিযোগ তুলে ‘আত্মহত্যার চেষ্টা’ করা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি পাঠান।

এতে শিক্ষার্থীরা বলেন, ‘পুরো ঘটনায় তানজীম উদ্দিন খানের ভূমিকা অত্যন্ত দায়িত্বশীল ছিল এবং তা নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। একজন নারী শিক্ষার্থীকে হয়রানির হাত থেকে রক্ষা করতে একজন সচেতন শিক্ষকের যে ভূমিকা পালন করার কথা, তিনি তা-ই করেছেন।’ 

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে। এ সময় ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিতমূলক একটি পোস্ট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক এস এম এহসান উল্লাহ ওরফে ধ্রুব। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। পোস্টে অধ্যাপক তানজীম উদ্দিনের বিরুদ্ধে তার সঙ্গে ‘অন্যায়’ ও ‘অপমানের’ অভিযোগ তোলা হয়। পরে এহসান নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহীদুল্লাহ্ হলের পুকুরপাড় থেকে এহসান উদ্ধার হয়।

ধ্রুবর ব্যাচমেট একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সহপাঠী এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ধ্রুব বিভিন্ন মাধ্যমে ও উপায়ে মেয়েটির চরিত্রহানী করা শুরু করেন। সম্প্রতি একটি শিক্ষাসফর নিয়ে ধ্রুব আবারও ওই বান্ধবীর বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলে অধ্যাপক তানজীম উদ্দিন তাকে এসব গুজব রটানো থেকে বিরত থাকতে বলেন। এতে অপমানিত হয়ে ধ্রুব আত্মহত্যার নাটক সাজান বলে ধারণা করছেন তার সহপাঠীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা