× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের সমৃদ্ধময় ভাষা বাংলা : ঢাবি উপাচার্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৫ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম

আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

‘বাংলা ভাষা বিশ্বের সমৃদ্ধময় একটি ভাষা। ৫২ সালে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন আমরা তাদের অবদান স্মরণ করি। তাদের আত্মত্যাগের কারণেই পরে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের অবদান জাতি অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করছে।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের স্মৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা বলেন।

প্রভাতের ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসে শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণির মানুষ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি তথা ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর গুলিতে নিহত বরকত, জব্বার, সালাম, রফিকসহ নাম না জানা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষক সমিতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ডেসকো, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ স্কাউট, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খন্দকার মাহবুবুল হকের নেতৃত্বে মৎস্য ভবনের কর্মকর্তা-কর্মচারী, ড. দেবেশ চন্দ্রের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী, উদয়ন মাধ্যমিক উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্বসাহিত্য কেন্দ্র, হলি ফ্যামিলি হাসপাতাল, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহানের নেতৃত্বে পরিষদের নেতারা, হামদর্দ, জাতীয় উন্নয়ন একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা