× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষা শহীদদের স্মরণে বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৪ পিএম

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে শিশুদের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  প্রবা ফটো

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে শিশুদের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে শিশুদের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দনিয়া পাঠাগারের উদ্যোগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বর্ণ অঙ্কন প্রতিযোগিতার ১৮তম আয়োজন এটি। প্রতিযোগিতায় প্রায় ৬০০ শিশু-কিশোর অংশ নেয়।

এদিন কলেজ প্রাঙ্গণে চলে রঙের উৎসব। বিশিষ্ট শিল্পীরা ক্যানভাস রাঙিয়ে তোলেন ভাষা আন্দোলনের নানা চিত্র দিয়ে। অন্যদিকে শিশুরা ফুটিয়ে তোলে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা।

আর্ট ক্যাম্পে অংশ নেন শিল্পী শাহেদ আহমেদ, কিশোর মজুমদার, এস এম মিজানুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুর রব খান, ডলি শাহীন, আয়েশা প্রভা, প্রীতম মজুমদার, পল্লব দাস, নাজিম মনশশির, পূর্ণতা সন্ধি, অলক সরকার, মিঠুন সাহা, ইমন আলী প্রমুখ। 

বর্ণ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক শিশু-কিশোর। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও আইনুল হক মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কামরুল হাসান রিপন ও অধ্যক্ষ জনাব আলমগীর মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলার শিশু-কিশোররা সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে। 

উদ্যোক্তারা জানান, এই আর্ট ক্যাম্পের আঁকা ছবির বিক্রিলদ্ধ অর্থ দিয়ে পরবর্তীতে পাঠাগার ও পাঠাভ্যাস বৃদ্ধির উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দনিয়া পাঠাগার ২০০৪ সাল থেকে প্রতিবছর বর্ণ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা