× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙা মাথা দিয়ে আবারও রবীন্দ্রনাথের প্রতিবাদী ভাস্কর্য স্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে শনিবার পুনরায় রবীন্দ্রনাথের প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে শনিবার পুনরায় রবীন্দ্রনাথের প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটির খণ্ডিত অংশ উদ্ধারের পর আবারও সেটি স্থাপন করেছেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভাস্কর্যটির খণ্ডিত মাথা খুঁজে পাওয়া যায়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভাস্কর্যটি পুনরায় স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ও ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকারের নেতৃত্বে এটি স্থাপন করা হয়।

শিমুল কুম্ভকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নির্মাণ করা ভাস্কর্যটি সরিয়ে ফেলেছিল। আমরা গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙা মাথা পাই। আজকে সেটির প্রতিবাদে আবারও এই ভাস্কর্য এখানে স্থাপন করেছি।’ 

ভাস্কর্য স্থাপন করে তার পাশে দুটি ব্যানার ঝোলানো হয়। ব্যানারে লেখা ছিলো– ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সব ধরনের সেন্সরশিপ বন্ধ করো’ ও ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি!’  

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভাস্কর্যটি স্থাপন করেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সেখানে ভাস্কর্যটি দেখা যাচ্ছিল না। পরে ভাস্কর্যটি ‘গুম’ করা হয়েছে জানিয়ে এর প্রতিবাদে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা একটি ব্যানার সেখানে ঝোলানো হয়।

কে বা কারা এ ভাস্কর্য সরিয়েছিল, সে বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাস্কর্যের খণ্ডিত অংশ উদ্ধারের পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বলছে, জনপরিসরে শিল্পনিরীক্ষার অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করেছিলেন চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী। ভাস্কর্যটি স্থাপনের এক দিন পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ভাস্কর্যটি ‘গুম’ করে ফেলে। রবীন্দ্রনাথের ভাস্কর্যটির খণ্ডিত অংশ এবং ভাঙা মাথা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা উদ্ধার করেছি। মানুষের অধিকারের পক্ষে বানানো একটা ভাস্কর্য ‘গুম’ করে বিনষ্ট করার চেষ্টাটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারের তোষামোদি আচরণের প্রমাণ।

সাড়ে ১৯ ফুট উচ্চতার এই প্রতিবাদী ভাস্কর্য নির্মাণ ও স্থাপনের নেতৃত্ব দেন চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে রাতের অন্ধকারে ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। এটি এখন আর আমাদের অবাক করে না। এর মাধ্যমে রাষ্ট্র যেভাবে মতপ্রকাশকে দমন করে আসছে, বিশ্ববিদ্যালয়ের দালাল প্রশাসন সেই দমন-পীড়নবিরোধী একটি প্রয়াসকে একই উপায়েই দমন করল বলে প্রমাণিত হয়।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী ভাস্কর্য স্থাপনকে সৌন্দর্যহানি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘রাজু ভাস্কর্যের পাশে আরেকটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এটি সৌন্দর্যহানি। অনুমতি ছাড়া ক্যাম্পাসে কারা কাজটি করল! ক্যাম্পাসে ভাস্কর্য স্থাপনের ক্ষেত্রে কিছু নিয়মনীতি আছে। যে-ই সেটি সরিয়ে থাকুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেউ এসে একটি ভাস্কর্য বসিয়ে যাবে সেটা তো প্রত্যাশিত নয়।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা