× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বসন্তের সাংস্কৃতিক উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩১ পিএম

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বসন্তের সাংস্কৃতিক উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে বসন্তবরণ সাংস্কৃতিক উৎসব। গত মঙ্গলবার শুরু হয়ে তিন দিনব্যাপী এ উৎসব  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। উৎসবের শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ। 

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করবে। সুস্থভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে। সামাজিক অপরাধপ্রবণতা কমাতে সহযোগী হবে।’ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেরও প্রতি বছর এ ধরনের আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন।

উৎসবে প্রথম দিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আবৃত্তি, রবীন্দ্রসংগীত, লোকগান, ছবি আঁকা, কমেডি ও দাবা খেলার আয়োজন ছিল। দ্বিতীয় দিন পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি ও নাচ। সমাপনী অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, সদ্য বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

বিভাগের চেয়ারপরসন তাসনিম সিদ্দিকী বলেন, ‘এই সাংস্কৃতিক উৎসবের লক্ষ্য হচ্ছে সংস্কৃতির সেই দিকগুলো তুলে ধরা, যা নারী-পুরুষ, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সম্মানজনক অস্তিত্বকে তুলে ধরে। আমাদের ভেতরকার বৈচিত্র্যকে সম্মান করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা