× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণাঢ্য আয়োজনে অতীশ দীপঙ্করে বসন্ত উৎসব উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রবা ফটো

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রবা ফটো

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মনমুগ্ধকর এ বসন্ত উৎসব পালিত হয়। 

উৎসব উপলক্ষে নানা ধরণের পিঠা-পুলি, পায়েশ, ফুচকা, ঝালমুড়ি, পানি পুড়ির পসরা বসে। অনুষ্ঠান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের খেলাধুলা। বসন্তের বাহারি রঙে নিজেদের সাজায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বসন্ত বরণের এ উৎসব দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বসন্ত বরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ হেমায়েত হোসেন, সুলতানা পারভীন, সেলিনা বেগম, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক কামরান চৌধুরী, ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির, অন্যান্য বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা