× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৪:১৮ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২২ ১৪:২৪ পিএম

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি

পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

প্রতি মাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া এককালীন আবাসন ভাতা, বিমানে আসা-যাওয়ার সুযোগ ও মেডিকেল ইন্সুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুরে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।

বিস্তারিত জানতে অফিসিয়াল লিংক : www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa

সুবিধাসমূহ

  • শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • প্রতি মাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
  • এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯২ হাজার টাকা।
  • মেডিকেল ইনস্যুরেন্স-এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
  • বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা

  • সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
  • সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।    

প্রবা/জিকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা