× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১১ এএম

বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিইউএসডিএএর পুনর্মিলনী উদ্বোধন করেন ঢাবির উপাচার্য প্রফেসর মো. আখতারুজ্জামান। ছবি : প্রবা

বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিইউএসডিএএর পুনর্মিলনী উদ্বোধন করেন ঢাবির উপাচার্য প্রফেসর মো. আখতারুজ্জামান। ছবি : প্রবা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএসডিএএ) সপ্তম পুনর্মিলনী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন সকাল সাড়ে ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবির উপাচার্য প্রফেসর মো. আখতারুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ডিইউএসডিএএর ট্রাস্টি বোর্ডের সভাপতি মাহবুব জামান।

ডিইউএসডিএএর সেক্রেটারি জেনারেল এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ শাহাদত হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সায়েমা শারমীন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং ডিইউএসডিএএর চেয়ারম্যান অধ্যাপক লুতফর রহমান।

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠানে ঢাবির পরিসংখ্যান বিভাগের ৩ শতাধিক গ্র্যাজুয়েট পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। করোনার কারণে দুই বছর পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিপুল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। বড়দের জন্য স্মৃতিচারণাসহ বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি পাপেট, বল হাউস, জাম্পিং ক্যাসল, বেলুন ফুটানোসহ ছোটদের জন্য নানা আয়োজনে দিনভর মুখরিত ছিল কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ।

দুপুরে আনন্দ ভোজ, বিকালে চা চক্রের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম মূল আকর্ষণ। সন্ধ্যায় র‍্যাফল ড্র ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে এশিয়া ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা