× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আলোচনায় ১৯৭১ সালের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড/গণহত্যা’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সদ্যনির্মিত ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে এ দাবি করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. এম. এম. শহিদুল হাসান এবং বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

আলোচকগণ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড ছিল নির্মম ও ভয়াবহ। এখানে ৩০ লাখ মানুষকে মেরে ফেলা হয়েছে, ৫ থেকে ৬ লাখ নারীর সম্ভ্রম লুটে নেওয়া হয়েছে, ১ কোটির বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। কাছাকাছি ধরনের ঘটনা বসনিয়া, রুয়ান্ডাতে ঘটেছে যেগুলো জাতিসংঘ দ্বারা ‘জেনোসাইড’-এর স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালে সে তুলনায় অনেক বেশি অপরাধ সংঘটিত হলেও তা এখনও সেই স্বীকৃতি পায়নি। তাই বক্তারা জাতিসংঘের কাছে ‘জেনোসাইড’ স্বীকৃতির দাবি করেন এবং এ স্বীকৃতি আদায়ের জন্য আরও বেশি গবেষণা ও লেখালেখির মাধ্যমে সোচ্চার হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।    

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ এবং ‘জনযুদ্ধ৭১’-এর প্রদর্শন করা হয়। এ ছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা