× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব, ৬ মাস শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ২১:৩৬ পিএম

খানসামা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

খানসামা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দিনাজপুরের খানসামা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীর বেতন ৬ মাস ধরে বন্ধ রয়েছে। অর্থসংকটে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানু বেগম দায়িত্ব গ্রহণের পর থেকেই এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করছেন। এই অবস্থায় ২০২২ সালের এপ্রিলে প্রিজাইডিং অফিসারের সই জাল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে তার স্বামীকে সভাপতি বানিয়ে কমিটির জন্য দিনাজপুর শিক্ষা


বোর্ডে আবেদন করেন। কিন্তু অভিভাবকদের আপত্তিদের মুখে তা অনুমোদন হয়নি। কেন এই কমিটি অনুমোদন হলো না সেজন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদালতে মামলা করলে সেটি খারিজ হয়। এমন জটিলতায় গত বছরের আগস্ট মাস থেকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।


বিদ্যালয়টির শিক্ষক আশিষ কুমার দাস বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদাসীনতা ও অদক্ষতায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এতে অভিভাবকরা যেমন স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তেমনি ৬ মাস বেতন বন্ধ থাকায় আমরাও চরম বিপদে পড়েছি।


এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরবানু বেগম বলেন, ‘কমিটি জটিলতার কারণে সহকারী শিক্ষকরা বিলে সই না করায় বেতন উত্তোলন করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করে বেতন প্রদান করা হবে।’


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘এই সমস্যা নিরসনে আমরা চেষ্টা করছি। এই সপ্তাহেই বেতন পাবে শিক্ষক-কর্মচারীরা। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলা হয়েছে।’


উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার জানান, শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ সত্যিই দুঃখজনক বিষয়। এই উদ্ভুত পরিস্থিতি নিরসন ও দ্রুত সময়ে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করে স্কুলের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা