× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই : উপাচার্য

জবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমাদের সবাইকে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন করতে হবে। আমরা ক্যাম্পাসকে অসাম্প্রদায়িক করে তুলব।’ 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ক্যাম্পাসে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্য এসব কথা বলেন।

পূজা আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘করোনার কারণে গত বছর কেন্দ্রীয়ভাবে একটি মণ্ডপে পূজা হয়েছিল। এবার বিভাগ ও হলসহ ৩৬টি মণ্ডপে সরস্বতী পূজা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির মিলনমেলা সৃষ্টি হয়েছে।’

সকাল ১০টায় বাণী আর্চনার মধ্য দিয়ে শুরু হয় পূজা। ধর্মালোচনা শেষে দুপুরে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সকাল থেকেই পূজা দেখতে ভিড় করেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসে আঁকা হয় আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনার, রফিক ভবন ও প্রশাসনিক ভবনের চারপাশে আলপনা আঁকা হয়।

পূজা শুরুর পরই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘দীর্ঘদিন পর ক্যাম্পাসে বড় পরিসরে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এক অসাম্প্রদায়িক মিলনমেলার সৃষ্টি হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পূজা আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা