× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটি

তর্কযুদ্ধে সেরা

শাহিনা নদী

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৬:৫৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৭:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটি

বিতর্ক মানুষকে বিচক্ষণ করে গড়ে তোলে। তবে অবশ্যই বিতর্কটি হতে হবে যুক্তিসঙ্গগ। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত যেসব ক্লাব গড়ে উঠেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ক্লাবটি হলো বিতর্ক ক্লাব। সময়ের আবর্তনে শিক্ষার্থীদের মধ্যেও বিতার্কিক হয়ে ওঠার প্রবণতা অনেক বেড়েছে।  কারণ একজন বিতার্কিক কেবল যুক্তিবাদীই নন, সেই সাথে স্পষ্টভাষী, রুচিশীল ও বুদ্ধিদীপ্তও বটে। 

দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই বিতর্ক ক্লাব রয়েছে। কিন্তু আপনি কি জানেন,  দেশের প্রথম বিতর্ক ক্লাব কোনটি? ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) দেশে প্রতিষ্ঠিত প্রথম বিতর্ক ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৯৮২ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ডিইউডিএসের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২০০০ হাজার। ১৮টি হলো ডিবেটিং ক্লাব, প্রতিটি ডিপার্টমেন্ট আর ইনস্টিটিউটের ডিবেটিং ক্লাব ডিইউডিএস-এর সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট শেখ মো. আরমান এবং  সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা। ডিইউডিএসের অন্যতম উদ্দেশ্য গ্রাম থেকে আগত শিক্ষার্থী, যারা সুন্দর করে কথা বলতে পারে না, তাদের সুস্পষ্টভাবে, আঞ্চলিকতা উপেক্ষা করে প্রমিত উচ্চারণের সাথে কথা বলতে শেখানো। যাতে করে তারা জাতিসংঘের মতো জায়গায় কথা বলতেও দ্বিধা বোধ না করে। মূলত এ প্রধান লক্ষ্য ঘিরেই ক্লাবটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মূল লক্ষ্যের বাইরেও ডিইউডিএস বিভিন্ন ধরনের কাজ করে। যেমন নিয়মিত সেশন ও ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের অ্যাক্টিভ রাখে ৷ আন্তঃবিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্কের আয়োজন করে। এ ছাড়াও শিক্ষার্থীদের বিপদে আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়ায়। 

ক্লাবটি আগামী নভেম্বর মাস থেকেই জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করবে। বর্তমানে নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ক্লাবটি। ক্লাবটির সভাপতি শেখ মো. আরমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি চাই আমাদের শিক্ষার্থীরা যেন কথা বলার সাহস সঞ্চয় করতে পারে, কথা বলা শিখতে পারে এবং সত্য কথা বলতে রক্তচক্ষুকেও পরোয়া না করে। সত্য সুন্দর কথা বলতে না পারলে বিতর্ক করে আসলে বিশেষ কোনো লাভ নেই।’

প্রবা/জিকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা