× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাককানইবি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল অধ্যয়নের বৈশ্বিক বাস্তবতা’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আয়োজনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সম্মেলনে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাচাচুসেটসের সাবেক উপাচার্য (শিক্ষা) এমিরিটাস অধ্যাপক ড. উইন্সটন ই. ল্যাংলি, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নাড কলেজের অধ্যাপক ড. র‌্যাচেল এফ. ম্যাকডরমেট, প্রখ্যাত ক্যানসার গবেষক ও নজরুল গবেষক ড. গুলশান আরা ও নজরুল সংগীত শিল্পী কাজী বেলাল শাহজাহান।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক  ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল অন্যায়ের বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন। বিশ্বে যতদিন অন্যায় থাকবে নজরুলের রচনার উপযোগিতা থাকবে। নজরুল প্রেমের জয়গান গেয়েছিলেন। মানুষ প্রেমের কথা ভাবলে তার দারস্থ হতে হবে। নজরুল মানবতার কবি ছিলেন। বিশ্বে মানবতাবাদ প্রতিষ্ঠা করতে হলে তার রচনা প্রেরণা হবে। এখানেই নজরুলের বৈশ্বিক আবেদন এবং এটাই এই কনফারেন্সের মূলকথা।

উদ্বোধনী অধিবেশনে অন্য বক্তারা বলেন, বিশ্বসাহিত্যে এখনও নজরুল তেমনটা পরিচিত নন। পশ্চিমা বিশ্বে নজরুল সাহিত্যের ততটা প্রচার ও প্রসার নেই। যা অত্যন্ত দুঃখজনক। নজরুলের সাহিত্যগুলোকে ভালো অনুবাদের মধ্যদিয়ে আমাদের সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এজন্য শিক্ষক, গবেষকদের এগিয়ে আসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের জন্য নজরুল খুব প্রয়োজনীয়। নজরুলকে নিয়ে পড়াশোনা অত্যাবশ্যকীয়।

উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা ও মো. আবদুল্লাহ আল মুক্তাদির। প্রথম অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে  এবার বৃত্তিপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১৬ জন শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা