× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে পঞ্চম বাংলা সম্মিলনে সাবেক-বর্তমানদের মিলনমেলা

চবি প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১০:০৯ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১১:১১ এএম

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি। প্রবা ফটো

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ৫ম বাংলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উদযাপন করা হয় বাংলা সম্মিলন। 

বিভাগটির ১ম ব্যাচ থেকে শুরু করে ৫৬তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় চবির জারুলতলায়।

বেলা সাড়ে ১১টায় আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত হয় আলোচনা সভা।

বাংলা সম্মিলনের সভাপতি কবি অভিক উসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী চবি উপাচার্য অধ্যাপক শিরিণ আখতার।  

তিনি বলেন, 'আজকে ছোট-বড় দেখার সুযোগ নেই। আমাদের সবার আজ একটাই পরিচয়- আমরা বাংলা বিভাগের শিক্ষার্থী। এ বিভাগ আমার প্রাণ। আমি অর্থনীতি ছেড়ে দিয়ে বাংলা বিভাগে এসে ভর্তি হয়েছিলাম। যতদিন আমার প্রাণ আছে ততদিন আমি এ বিভাগ এবং এ বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে যাব।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম, অধ্যাপক মহীবুল আজিজ।

দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে শেষ হয় সম্মিলন। অন্য দিনের মতো সকাল ৯টায় ক্যাম্পাসে শাটল এসে পৌঁছলেও, কালকের শাটলের চিত্র ছিল ভিন্ন। ক্লাস করতে নয়। তারা এসেছে সেই স্মৃতিময় ক্যাম্পাসে। যেখানে চায়ের কাপে চুমুক দিয়ে গান, আড্ডা আর ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলেন তারা। শিক্ষাজীবনের পাঠ চুকিয়ে কেউ এখন কবি, কেউ লেখক, কেউ গবেষক, কেউ ব্যবসায়ী কেউ আবার শিক্ষক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক বিমল গুহ বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যাওয়ার পর আর বন্ধুদের সঙ্গে খুব একটা যোগাযোগ হয়নি। আমি কল্পনাও করিনি আমার বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে। পঞ্চম বাংলা সম্মিলনে এসে আমাদের অনেকের সঙ্গে আবার দেখা হয়েছে। মনে হচ্ছে আমি যেন সেই পুরোনো দিনের ক্যাম্পাস জীবনেই ফিরে গিয়েছি।'

দেশের অন্যতম সাংবাদিক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি এবং বাংলা বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ খুব একটা হয়ে ওঠে না। এ ধরনের আয়োজন হওয়াতে বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সঙ্গে আবারও মিলিত হয়েছি। এটি অবশ্যই একটি আনন্দের ব্যাপার। আয়োজনটির ফলে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুন্দর একটি বন্ধন সৃষ্টি হয় বলে আমার বিশ্বাস।'

অনুষ্ঠানে ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলা বিভাগের সাবেক ৩ শিক্ষার্থী কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক শিরীণ আখতারকেও সম্মাননা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা