× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতু কর্তৃপক্ষের ৫ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১১:৫৮ এএম

সেতু কর্তৃপক্ষের ৫ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বখাতের ৯ম ও ১০ম গ্রেডের পাঁচটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। চলতি জুলাই মাসেই রাজধানী ঢাকায় নির্ধারিত দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ জলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই সকাল ১০টায় ইডেন মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা। এরপর ১৮ জুলাই সকাল ১০টায় তেজগাঁওয়ের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেওয়া হবে এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষা।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পরীক্ষার সার্বিক প্রস্তুতি এবং সুষ্ঠু পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তিনি লিখিত পরীক্ষাগুলো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অংশগ্রহণমূলক করতে পরীক্ষার হলে যথাযথ আসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.bba.gov.bd) প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আবেদনকারীদের মোবাইলে SMS-এর মাধ্যমেও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলী অবশ্যই মেনে চলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা