মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৮:৩৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ১৮:৪২ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা বাসটি দিনের পর দিন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। গ্যারেজ না থাকায় রোদ, বৃষ্টি ও ধুলাবালির মধ্যে পড়ে থেকে বাসটির চেহারা এখন জীর্ণ।
বহুদিন ধরে গ্যারেজ নির্মাণের দাবি জানিয়ে এলেও, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের উদ্যোগ কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ। প্রশাসনের আশ্বাস- উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীদের প্রশ্ন, কবে সেই ধাপ বাস্তবে রূপ নেবে? দিনের পর দিন বাসটির এমন জীর্ণ অবস্থায় পড়ে থাকা শুধু বিশ্ববিদ্যালয়ের সম্পদের অপচয়ই নয়, বরং প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দেরিতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি করছে হতাশা ও আস্থার সংকট।
ডিভিএম ২০ ব্যাচের শিক্ষার্থী সাইমুন হাসান বলেন, বাসের জন্য কোনো ধরনের সেড নেই। ঝড়-বৃষ্টিতে বাসের রঙ উঠে যাচ্ছে, গ্লাস নষ্ট হচ্ছে। এই সামান্য বিনিয়োগের অভাবে আমাদের মূল্যবান একটি সম্পদ ধ্বংস হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত গ্যারেজ নির্মাণ করা।
বাসটির চালক মো. শামীম হোসেন জানান, বাস খোলা আকাশের নিচে থাকায় রোদে রঙ জ্বলে যাচ্ছে। সামনের গ্লাসের রাবার বসে গেছে, যার কারণে গ্লাসের চারপাশ ফাঁকা হয়ে পড়েছে। গ্যারেজ থাকলে এমন হতো না।
এই পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছুটা আশার কথা শোনানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনোয়ার জাহিদ বলেন, বাসের জন্য গ্যারেজ অত্যন্ত প্রয়োজনীয়। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। টিচার্স কোয়ার্টারের পাশে একটি গ্যারেজ নির্মাণের কাজ শুরু হবে শিগগিরই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘এসব অবকাঠামোগত উন্নয়নের জন্য ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) পাঠাতে হয়। আমাদের উপাচার্য স্যার বরিশাল ক্যাম্পাসের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ধাপে ধাপে সমস্যার সমাধান হবে।’