× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ংওয়ান স্কলারশিপ পেল ছয় শিক্ষার্থী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৭:২৫ পিএম

ইয়ংওয়ান স্কলারশিপ পেল ছয় শিক্ষার্থী

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সামার ২০২৫ সেমিস্টারের ছয়জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন। শনিবার কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে ‘ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যান্ড প্লেসমেন্টস প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন ইয়ংওয়ান করপোরেশন এবং কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাক সুং। 

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। সিআইইউর মতো গুণগত শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করে এই প্রতিভাবান শিক্ষার্থীদের আমরা বিশ্বমানের করপোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চাই। এই স্কলারশিপ প্রোগ্রাম সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ, যা তাদের আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, ট্রাস্টি ইঞ্জিনিয়ার আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি জামশেদ আলী, ট্রাস্টি সাফিয়া গাজী রহমান, সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার, ইয়ংওয়ান করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান এবং মোহাম্মদ শাহজাহানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়ংওয়ান করপোরেশন ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ংওয়ান করপোরেশন সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বার্ষিক স্কলারশিপ ফান্ড হিসেবে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করে।

এই উদ্যোগের ধারাবাহিকতায় সামার ২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ছয় জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত। এই স্কলারশিপের আওতায় এসব শিক্ষার্থী পুরো ব্যাচেলর প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফ করে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা