কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৬ পিএম
কারিগরি শিক্ষার প্রসারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান ও জাতির স্বার্থ বড় হওয়া উচিত। কারিগরি শিক্ষার বিকাশ ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
শুক্রবার (২০ জুন) সকালে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড টেকনোলজি বিভাগে আয়োজিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে চালু বন্ধ রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো, বিশেষ করে চীন, দীর্ঘমেয়াদে সাধারণ শিক্ষা কমিয়ে কারিগরি শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। তারাই এখন শিল্প ও প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। আমরা যদি কারিগরি শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দেশ এগিয়ে যেতে বাধাগ্রস্ত হবে। আমাদেরও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে আগ্রহী করে তুলতে হবে এবং সাধারণ শিক্ষায় ও কারিগরি শিক্ষায় ভর্তিতে সমান বণ্টনের নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সবাই মিলে আমরা কারিগরি শিক্ষার প্রসারে একযোগে কাজ করে যাব।
সেমিনারে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা এবং সমন্বয়কারী ছিলেন প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
সেমিনারে পার্বত্য অঞ্চলসহ ৫টি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যক্ষ, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা কারিগরি শিক্ষার প্রসারে সচেতনতা বৃদ্ধি, যুগোপযোগী পাঠক্রম এবং দক্ষ জনশক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।