× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন জাবির অধ্যাপক মনোয়ার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৭:২৪ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ১৭:৩১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে তাকে এ পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শুক্রবার (২০ জুন) অধ্যাপক মনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এর আগে, গত ১৮ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. মনোয়ার হোসেনের এ স্বীকৃতি বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে তার গবেষণার ফল। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তার গবেষণা ও অবদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল হয়েছে।

অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। তবে এ অর্জনের মাধ্যমে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের রিসোর্স সীমিত- এটা সত্য, কিন্তু তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রতিবছর আমরা প্রজাপতি মেলার আয়োজন করি, যা আমাদের কাজেরই একটি অংশ। পাশাপাশি আমরা বন্যপ্রাণীর জন্য একটি জিনব্যাংক তৈরির কাজ করছি, যেটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতীয় পুরস্কারের জন্য এ বছর চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ২২ ক্যারেট মানের দুই ভরি (২৩.৩২ গ্রাম) স্বর্ণপদক, এক লাখ টাকার অ্যাকাউন্ট পেই চেক এবং একটি সম্মাননা সনদ দেওয়া হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মনোয়ার হোসেন এর আগে জাতীয় পরিবেশ পদক (২০২৩) এবং চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক (২০২০) পেয়েছেন। এখন পর্যন্ত তিনি ১২২টি বন্যপ্রাণীর ডিএনএ বারকোড তৈরি করে আন্তর্জাতিক জিনব্যাংকে জমা দিয়েছেন। এছাড়া প্রজাপতি, মৌমাছি, ফড়িংসহ নানা বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা