× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চূড়ান্ত

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:২৭ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৫ ২১:৩৭ পিএম

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চূড়ান্ত

দীর্ঘ বিতর্ক ও বিভ্রান্তি শেষে নির্ধারিত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকীর চূড়ান্ত দিন। আগামী রবিবার পালন করা হবে বিশ্ববিদ্যালয় দিবস। বুধবার (১৮ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ ছাড়া এবারের দিবসটি ঘিরে নানা আয়োজনের কথা জানালেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘দীর্ঘ বিতর্কের অবসান হচ্ছে। আমরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যাত্রার শুরুর দিনকে দিবস হিসেবে উদযাপন করব। এবার থাকছে দুই দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। রিসার্চ ফেয়ার, ডিনস অ্যাওয়ার্ডসহ থাকছে ব্যতিক্রমী আয়োজন।’

জানা গেছে, বাংলাদেশের ২৭তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবির যাত্রা শুরু হয় ২০০৬ সালের ২২ জুন। তবে বিশ্ববিদ্যালয়ের আইনটি জাতীয় সংসদে পাস হয় ২০০১ সালের ১৫ জুলাই। ২০১৫ সাল পর্যন্ত ২২ জুন-ই ‘নোবিপ্রবি দিবস’ হিসেবে পালিত হয়ে এলেও, ২০১৬ সালে কর্তৃপক্ষ হঠাৎই দিনটি পরিবর্তন করে ১৫ জুলাই নির্ধারণ করে। এরপর থেকেই প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। অবশেষে এ বছর পুরনো ঐতিহ্যে ফিরে গিয়ে ২২ জুনকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় পরিবারের বেশিরভাগ সদস্য ইতিবাচকভাবে নিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরও বলেন, এটি শুধু একটি দিবস নয়, এটি নোবিপ্রবির আত্মপরিচয় ও ইতিহাসের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর বিতর্ক যেভাবে শেষ হলো, তা নোবিপ্রবির ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা। তাই ২২ ও ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন থাকবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়া ক্যাম্পাস র‍্যালি, রিসার্চ ফেয়ার, সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব আয়োজন থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা