× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৫২ পিএম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রাথমিক বিদ্যালয়ের মতো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। নেতারা জানিয়েছেন, যদি আগামী ১৫ আগস্টের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত এক অভিনন্দন ও আলোচনা সভায় তারা এ হুঁশিয়ারি দিয়েছেন।

২০২৫-২৬ অর্থ বছরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির জন্য জাতীয় বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় অন্তবর্তী সরকার ও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। আলোচনায় অংশ নেন- ঐক্যজোটের মুখ্যপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী, মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম, সদস্য সচিব মাওলানা আল-আমিন ও সংগঠনের উপদেষ্টা কাজী ফয়জুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা জাতীয়করণের জন্য গত ১৯ জানুয়ারি প্রেসক্লাবে অবস্থান নিয়েছিলাম। পরে ২৬ জানুয়ারি শাহবাগে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ওই দিনই সরকার আমাদের দাবি মেনে নেন এবং মৌখিকভাবে ঘোষণা করেন। কিন্তু আমাদের জাতীয়করণ না করে আধা সরকারি করে বাজেট প্রদান করে। অনতিবিলম্বে জাতীয়করণ করে আমাদের দাবি মেনে নিতে হবে।’

সভায় ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম ও অন্যান্য বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সরকার জাতীয়করণের আশ্বাস দিয়ে এখন তালবাহান করছে। আমরা বলতে চাই যদি সরকার তালবাহানা থেকে সরে না আসে এবং আমাদের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ না করে; তাহলে আমরা আবার আন্দোলনে নামবো। আমরা আবারও প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে বাধ্য হব।

তারা আরও বলেন, সারাদেশে আমাদের মোট মাদ্রাসা রয়েছে ৮ হাজার ৯৫৬টি। সব মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। সরকারের প্রক্রিয়াগত জটিলতা থাকলে প্রথমে জাতীয়করণ করে ধারাবাহিকভাবে বেতন দিক।

সভায় লিখিত ৬টি দাবি তুলে ধরেন ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। দাবিগুলো হলো- ১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ। ২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন করণ। ৩. স্বীকৃতি প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করণ। ৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করণ। ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ। ৬. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা