নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৮:৪৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:১৮ পিএম
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল নগরীর নতুল্লাবাদে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান গাড়িতে করে বের হতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলেন এবং পরীক্ষা পেছানোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে না ছাড়ার ঘোষণা দেন। চাপে পড়ে চেয়ারম্যান ইউনুছ আলী সিদ্দিকী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বস্ত করেন।
এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানান। পাশাপাশি এমসিকিউ ও সৃজনশীল অংশে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ এবং ২০২৭ সালের আগে নতুন কারিকুলামের নিয়ম ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি বোর্ড চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।