× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই যুগ পর শুরু হওয়ার পথে ববিপ্রবির একাডেমিক কার্যক্রম

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:০৭ পিএম

দুই যুগ পর শুরু হওয়ার পথে ববিপ্রবির একাডেমিক কার্যক্রম

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি) যাত্রা শুরু করতে যাচ্ছে। এটি হবে দেশের ৫৫তম পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রায় দুই যুগ আগে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। জানা গেছে, আপাত ১৭ কর্মকর্তা-কর্মচারী ও ৮টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কুদরত-ই-জাহান। তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চূড়ান্ত না হওয়ায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থায়ী ক্যাম্পাসেই আপাতত ববিপ্রবির কার্যক্রম পরিচালিত হবে।

এ বছরের ৩ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত-ই-জাহানকে ববিপ্রবির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই কার্যক্রমে গতি আসে এবং ইতোমধ্যে তিনি যোগও দিয়েছেন।

জানা গেছে, ২০০১ সালে বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার সময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে জামালপুর মৌজায় স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে সদর উপজেলার নুরইলের বিল এলাকায় নতুন প্রস্তাব করে জেলা প্রশাসন। সে সময় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন একাধিক মন্ত্রী। কিন্তু পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘বগুড়ার মানুষ শিক্ষিত, সংস্কৃতিমনা ও বিজ্ঞানমনস্ক। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করা যায়নি। আপাতত অস্থায়ী ক্যাম্পাস থেকেই কার্যক্রম চালানো হবে। তবে কার্যক্রম পরিচালনা সহজ করতে শহরকেন্দ্রিক অস্থায়ী ক্যাম্পাস গঠনের চিন্তা করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, ‘প্রাথমিকভাবে ৮টি বিভাগ খোলা হবে এবং ১৭ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে কার্যক্রম শুরু হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা