× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম অবমাননায় অভিযুক্ত নাদিরা ইয়াসমিনকে ফের টাঙ্গাইল সা’দত কলেজে বদলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১২:৪৭ পিএম

ধর্ম অবমাননায় অভিযুক্ত নাদিরা ইয়াসমিনকে ফের টাঙ্গাইল সা’দত কলেজে বদলি

ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ফের বদলি করে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতন ক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, গত ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ফের নতুন আদেশে তাকে বদলি করা হয়েছে।

মূলত, অভিযোগ উঠেছে হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে তাকে ওএসডি করে। সংগঠনটির দাবি, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

তবে এ ঘটনায় গত ২৪ মে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পাশে দাঁড়ান। তারা নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং হুমকি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক নাদিরা ইয়াসমিন এ বিষয়ে স্থানীয় থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বলেও জানা গেছে। 

এছাড়াও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকেও তার পক্ষে বিবৃতি দেওয়া হয়। ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এক যুক্ত বিবৃতিতে বলেন, একজন নারী অধিকারকর্মী হিসেবে নাদিরা ইয়াসমিন একটি প্রকাশনায় নারীর সম্পত্তির সমঅধিকারসহ বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন, যা মতপ্রকাশের অধিকারভুক্ত। মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার। ভিন্নমতের ভিত্তিতে তাকে হয়রানি করা অনভিপ্রেত।

বিবৃতিতে অবিলম্বে নাদিরা ইয়াসমিনের বদলির আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে চলমান সাম্প্রদায়িক অপতৎপরতা বন্ধে কার্যকর সরকারি হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়।

এদিকে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নাদিরা ইয়াসমিনকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায়, তাকে ওই দিন বিকেলেই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে এবং পিডিএস (পোস্টিং অ্যান্ড ডিউটি সিস্টেম)-এর মাধ্যমে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা