× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্সে ভর্তির সুযোগ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৯:১৯ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্সে ভর্তির সুযোগ

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কার্যক্রম শুরু হবে আগামী ২৬ জুন থেকে। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে এখানে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। 

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুন বিকেল ৪টা থেকে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) ভিজিট করতে হবে।

এতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন ফরমের প্রিন্ট কপি ৬ আগস্টের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়, তাই আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হবে না। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। 

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে অন-ক্যাম্পাস স্নাতক (সম্মান) প্রোগ্রামের কোনো কার্যক্রম ছিল না। পরে প্রথমবারের মতো গত ২০২২–২৩ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স—এই চারটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা