× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে বসছেন গণশিক্ষা উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ২৮ মে ২০২৫ ২০:২৩ পিএম

কাল প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে বসছেন গণশিক্ষা উপদেষ্টা

তিন দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে বিদ্যালয়গুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অচলাবস্থা নিরসনে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) এ বৈঠক হতে পারে। এ লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক নেতাদের একটা তালিকাও চেয়েছে মন্ত্রণালয়। 

বুধবার (২৮ মে) বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দীন মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে। আগামীকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সময় জানা যায়নি।’

তিনি জানান, আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসনের উদ্যোগ হিসেবে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা। 

এই শিক্ষক নেতা বলেন, ‘আমাদের বক্তব্য হলো- শিক্ষকরা দ্রুত এই অচলাবস্থা দূর করে শ্রেণিকক্ষে যেতে চায়। তবে তার আগে অবশ্য তাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবি বাস্তবায়নের না হলে কর্মবিরতি চলতে থাকবে।’

তিন দফা দাবিতে গত সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, তারা দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে আগ্রহী। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তারা অভিযোগ করছেন, বিভিন্ন উপজেলায় শিক্ষা কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষকদের তালিকা তৈরি তাদের শোকজ করছেন। কোথাও কোথাও শিক্ষা কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষকদের তালিকা চাচ্ছেন। এরপরও শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।

এর আগে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।

তাদের তিন দফা দাবি হলো-

কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন; প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান। এছাড়া বর্তমান নিয়মে অনুযায়ী শিক্ষকরা শুক্রবার ও শনিবার ছুটি রাখার নিয়ম বহাল রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা