× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেকৃবিতে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেলেন নজরুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১২:১৮ পিএম

শেকৃবিতে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেলেন নজরুল ইসলাম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। নিয়মিত রেজিস্ট্রার শেখ রেজাউল করিম পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশ্য সৌদি আরব গমনের কারণে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের অনুমোদনক্রমে নজরুল ইসলামকে এ দায়িত্ব প্রদান করা হয়।

জানা যায়, নজরুল ইসলাম ২০০৬ সালে  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৭ সালে রাজশাহী কলেজে অধ্যয়নকালে ছাত্রদলে যোগ দেন এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এরপর ১৯৯৪ সালে শেকৃবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদককের দায়িত্ব পালন করেন। ১৯৯৭-৯৮ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব কালীন সময় পার্বত্য চট্রগ্রাম অভিমূখী লংমার্চে অংশগ্রহণ করে পুলিশের হাতে গ্রেপ্তার হোন তিনি। এছাড়াও  ১৯৯৯ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০০২ সালে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যুক্ত হওয়ার পর জাতীয়তাবাদী কৃষিবিদ প্যানেল থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর শাখার ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২২ সালে ১৮ জানুয়ারি জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ফলে সে সময় উপাচার্যের একান্ত সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেয় তৎকালীন প্রশাসন। 

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘ছাত্র রাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে আমি সর্বদা জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখার চেষ্টা করেছি। এমনকি যখন আওয়ামী দুঃসাশনে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে জাতীয়তাবাদী রাজনীতি থেকে পিছপা হয়েছে। তখন ২০২২ সালে আমি জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। ফলস্বরূপ আমাকে উপাচার্যের একান্ত সচিবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমাকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি আমার সততা, দক্ষতা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা