× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির দুই বিভাগের নাম পরিবর্তনের সুপারিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১১:২১ এএম

ইবির দুই বিভাগের নাম পরিবর্তনের সুপারিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম ‘এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি’ এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের ১৩০তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ নামের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত পরবর্তী সিন্ডিকেটে গৃহীত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম ‘আল ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন পেলে এই নাম কার্যকর করা হবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, নাম পরিবর্তন করা নিয়ে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে আন্দোলন করেছেন। তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে বিভাগটি পূর্বের নামে অর্থাৎ এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি রাখার সিদ্ধান্ত হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে দফায় দফায় বিভাগ দুটির শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে আন্দোলন করেছেন। এ ছাড়া ভূগোল বিভাগের নামফলক ভাঙচুরেরও ঘটনা ঘটে। তদন্ত কমিটি গঠন করেছিল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা