× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে সেশনজট নিরসনের আশ্বাসে অনশন প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২১:১৩ পিএম

আপডেট : ২৪ মে ২০২৫ ২১:১৯ পিএম

চবিতে সেশনজট নিরসনের আশ্বাসে অনশন প্রত্যাহার

সেশনজট নিরসন ও নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার ঘোষণার দাবিতে ৬ ঘণ্টার অনশন শেষে দাবি মেনে নেওয়ায় কর্মসূচি স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অনশন শুরু করেন বিভাগের বিভিন্ন বর্ষের ১২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে তারা অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে অনিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফল প্রকাশ না হওয়ায় তাদের শিক্ষাজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও সমাধান না পাওয়ায় তারা অনশনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হন।’

তাদের মূল দাবি ছিল, প্রতিটি সেমিস্টার চার মাসের মধ্যে সম্পন্ন করা এবং আগাম তিনটি সেমিস্টারের নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।

অনশনকারীরা হলেনÑ স্বাধীন বসু মিয়া ও ক্যএসিং মার্মা, আনাম ও ওয়ালীউল্লাহ, তারেক মাহমুদ, আবু রাজিন মণ্ডল ও হাফসা কাওসার মিশু, মোহাম্মদ জাবেদ ও বখতিয়ারুল, মিফতাহ জাহান মীম, পবিত্রী রাণী ও শ্রুতি রাজ চৌধুরী।

বিভাগের সভাপতি ড. সাজ্জাদুল হক বলেন, ‘আমরাও চাই সেশনজট নিরসন হোক। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আগামী দিনগুলোয় চার মাসে একটি সেমিস্টার শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভাগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষক সংকট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা