× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ২১:০৫ পিএম

ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন। বেলা ৩টা পর্যন্ত অনশন কর্মসূচি চলমান ছিল।

ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের তিনটি দাবি হলোÑ বিভাগের নাম পরিবর্তন করে আধুনিক ও গ্রহণযোগ্য নামকরণ, পিএসসি ও ইউজিসিতে বিভাগীয় কোড সংযুক্ত করে স্বীকৃতি প্রদান, একাডেমিক নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’।

দাবিগুলোর বিষয়ে ফোকলোর বিভাগের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন। বিভাগীয় সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২০ মে বিভাগের একাডেমিক কমিটির ৪১৫তম সভায় একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। রিভিউ কমিটির প্রতিবেদন পাওয়ার পর একাডেমিক কমিটির জরুরি সভায় তা চূড়ান্ত করে পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা বলছেন, তারা গত কয়েক দিন ধরে তাদের দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি মেনে নেওয়া হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

এ বিষয়ে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা আঞ্জুম মৃদুলা বলেন, আমরা আধুনিক ও প্রাসঙ্গিক নামে বিভাগের স্বীকৃতি চাই। কোডিং সিস্টেম অন্তর্ভুক্তি এবং দ্রুত ফলাফল প্রকাশ আমাদের ন্যায্য দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় দে সরকার বলেন, শিক্ষকরা আশ্বাস দিলেও আমাদের আন্দোলনের সুফল কবে মিলবে, তা অনিশ্চিত। আমরা কালক্ষেপণ চাই না, দ্রুত লিখিত ও কার্যকর সিদ্ধান্ত চাই।

অনশন কর্মসূচিতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা